টাচ ফোনের জনপ্রিয়তা এত বেশি কেন?
Published: 2021-06-03 22:20:00

টাচস্ক্রিন বর্তমানে অনেক জনপ্রিয়। এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হল স্মার্টফোন। মোবাইল ফোন তো আছেই, হাতঘড়ি, ঘরে টাচস্ক্রিন, কম্পিউটার পৌছে গেছে কাগজেও। কাগজের কথা শুনে অবাক হবার কিছু নেই। এখন কাগজেও টাচক্রিন প্রযুক্তি এসে গেছে। আর এটি তৈরি করেছেন জাপানের বিশ্ববিখ্যাত প্রযুক্তি পণ্য কোম্পানি ফুজিৎসু। শুধু কাগজ নয়, ফুজিৎসুর টাচস্ক্রিন ব্যবহার করা যাবে যেকোন সমতল কিংবা অসমতল পৃষ্ঠেও। তার জন্য লাগবে সাধারণ মানের ওয়েবক্যাম আর প্রজেক্টর। প্রজেক্টরের ছবি কোনো কাগজ বা পর্দার ওপর ফেলে তা হাত দিয়ে সহজেই সরানো বা নড়ানো যাবে। যেভাবে স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে টাচস্ক্রিনের ব্যবহার হয়। শুধু নড়ানো বা সড়ানো নয় কাগজ বা পর্দার সেই ছবি বা মেসেজ হাতের আঙুল দিয়েই কপি , মুভ বা ডিলিট করা যাবে। পড়া এবং লেখা যাবে টেক্স মেসেজ। তবে ঠিক কী প্রক্রিয়ায় টাচস্ক্রিনটি নিয়ন্ত্রিত হবে তা সুষ্পষ্ট নয়। কোম্পানির মিডিয়া সার্ভিস সিস্টেম ল্যাবের গবেষক টাইচি মুরাসি বক্তব্যে বলেন, এই প্রযুক্তিতে আলাদাভাবে তৈরি কোন হার্ডওয়ার ব্যবহার করা হয়নি। কাগজসহ যে কোনো সমতল অসমতল পৃষ্ঠকে টাচস্ত্রিনে পরিণত করতে পারে আমাদের উদ্ভাবিত এই ইমেজ প্রসেসিং প্রযুক্তি। তবে প্রযুক্তিটির পরীক্ষণ প্রক্রিয়া সফলভাবে শেষ হলেও এখনো তা প্রাথমিক পর্যাযেই রয়েছে বলে জানিয়েছেন মুরাসি।